Home / Tech News / বন্ধ হয়ে যাবে ১ লাখ ২৫ হাজার মোবাইল ফোন

বন্ধ হয়ে যাবে ১ লাখ ২৫ হাজার মোবাইল ফোন

নিয়ম চালু হওয়ার প্রথম তিন দিনের ভেতরে এক থেকে তিন অক্টোবার এর ভিতর প্রায় তিন লক্ষ ঊনপঞ্চাস হাজার ছয়শত বায়ান্ন টী মোবাইল হ্যান্ডসেট ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এর সিস্টেম এর মাধ্যমে সচল লিস্ট এ রেজিস্টার হয়েছে ।

অপর দিকে এরই মধ্যে অ-বৈধ হয়ে বন্ধের তালিকায় পড়ে গিয়েছে ১ লাখ ২৫ হাজার মোবাইল ফোন হ্যান্ডসেট । তালিকা ভুক্ত হওয়া মোবাইল গুলি তে ইতি মধ্যেই সতর্ক করা ম্যাসেজ পাঠানো হয়েছে । পর্যায়ক্রমে এই সিরিয়াল ফলো করে বিটীয়ারসি এই হ্যান্ডসেট গুলি কে বন্ধ করে দেব ।

জানা গিয়েছে যে ১ অক্টোবর এন ই আই আর সিস্টেমে চালু করা হয়েছে । ১ লাখ ২৩ হাজার ৭৫ টি মোবাইল ফোন। এর মধ্যে বৈধ ভাবে ৭৮ হাজার ৮৭৬ টি ও অ-বৈধ ভাবে ৪৪ হাজার ১৯৯ টি । ২ অক্টোবর সিস্টেম টি কে চালু করা হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৮৯ টি মোবাইল ফোন সেট । এরই মধ্যে বৈধ ৬৬ হাজার ৩২৬টি, অবৈধ ৩৭ হাজার ৬৬৩ টি ।

৩ অক্টোবর এ এসে অ্যাকটি-ভেট হয়েছে মোট ১ লক্ষ ২২ হাজার ৫৮৮ টি মোবাইল ফোন সেট । এর মধ্যে বৈধ ৭৯ হাজার ৫৮৯ টি, অ-বৈধ ৪২ হাজার ৯৯৯ টি মোবাইল ফোন ।

বৈধ ভাবে রেজিস্টার হওয়ায় প্রায় ২ লক্ষ ২৪ হাজার মোবাইল ফোন চালু হয়েছে । অবৈধ চিহ্নিত ১ লাখ ২৪ হাজার ৮৬১ টি মোবাইল ফোন আপাতত চালু থাকলেও সেগুলো এর মালিক কে তার ফোনটি অ-বৈধ হিসাবে সিলেক্ট করে তাদের কে মেসেজ পাঠানো হয়েছে সরকার থেকে । এসব মোবাইল ফোন গুলি তাদের অপারেটর ধরে ধরে এক্টীভেট সিস্টেম বন্ধ করা হবে বলে বিটিআরসি জানিয়েছে স্নগবাদ মাধ্যম কে । দুঃখ জনক ঘটনা হচ্ছে কিছু ফোন এরইমধ্যে বন্ধ করা হয়েছে ।

বিটিআরসির স্পেকট্রাম ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম কে জিজ্ঞাসা করা হয়েছিলো যে যাদের মোবাইল গুলি বন্ধ করা হবে তাদের সেই মোবাইল গুলি কি করা হবে ।

তিনি বলেছেন যে মোবাইল গুলি লিস্টেড হয়েছে রেজিস্ট্রেশন এর মাধ্যমে তাদের চিন্তার কিছু নেই কিন্তু যাদের মোবাইল এ সতর্ক ম্যাসেজ পাঠানো হয়েছে তারা তারা সেই মোবাইল ফোন টী নিকটস্থ যে দোকান থেকে কিনেছেন সেই দোকানে ফেরত দিয়ে নতুন বৈধ ফোনের সাথে বদলে নিতে পারেন বা সেই মোবাইল এর দামনুযায়ী টাকা ফেরত নিতে পারেন।

যদি মোবাইল বিক্রেতা দোকান থেকে মোবাইল ফেরত নিতে বা টাকা প্রদান করতে রাজি না হন তাহলে বিটি আর সি এর কল সেন্টার এর হেল্প লাইন ্নাম্বার – ১০০ তে ডায়াল করে আইনত সাহায্য নিতে পারেন ।

বি টি আর সি এর কর্ম কর্তারা ঢাকার মোবাইল শপ গুলি তে স-শরীরে গিয়ে মোবাইল ব্যবসায়ী দের কে বলেছেন, এবং নোটিশ ও দিচ্ছেন। ঢাকার বাইরে ও সবাই কে জানানো হচ্ছে যাতে করে তারা তাদের মোবাইল ফোন গুলি কে দোকান এ নিয়ে যান । আগামী সাত দিনের মধ্যেই সকল ফোন ব্যবহার কারী রাই এই মেসেজ টি পেয়ে যাবেন ।

Leave a Reply

Your email address will not be published.