Home / Tutorial / মোবাইল ফোনের স্পিড বাড়িয়ে নিন এই ৫ টি কাজ করে

মোবাইল ফোনের স্পিড বাড়িয়ে নিন এই ৫ টি কাজ করে

মোবাইল এর স্পিড স্লো হয়ার সমস্যায় ভোগেনা এমন কোনো মোবাইল ইউজার এই দেশে নেই। প্রত্যেক এই চায় তার মোবাইল টা যদি আরেক টু ফাস্ট কাজ করতাও তাহলে কত ভালো হতো কিন্তু আসলে আপনার ফোন টা কিন্তু স্লো নয় যত টা আপনি করে রেখেছেন হ্যা ঠিক পড়েছেন আপনার ফোন স্লো হওয়ার পেছনে আপনিই দায়ী। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি নিজেই দায়ী নিজের ফোন স্লো হয়ার পিছনে এবং কিভানে সমাধান করবেন।

অত্যাধিক এ্যাপস ইনস্টল করে ফোনের ম্যামরি ফুল করে রাখার ভুল টা সবাই করি আমরা। প্রয়োজনীয় এ্যাপস এর ভিড়ে অপ্রয়োজনীয় এ্যাপস ই বেশী দেখা যায়। এই অপ্রয়োজনীয় এ্যাপস ফোনের র‍্যাম ও মেমরি স্পেস ব্লক করে রাখে যার ফলে ফোন তার পরিপূর্ণ কাজ করার শক্তি পায় না যার ফল সরুপ ফোন হয়ে যায় স্লো। তাই অপ্রয়োজনীয় এ্যাপস আন ইন্সটল করে ফোনের র‍্যাম ক্লিন করে রাখুন

চারজিং এ অসামঞ্জস্যতা একটি বড় কারণ ফোনের স্লো হওয়ার পেছন এ। আপনি জানলে অবাক হবেন যে আমাদের ফোনের ব্যাটারি তে চারজ এর উপর ও ফোনের স্পিড অনেক কিছু নিরভর করে, যখন আপনি সময় মত সঠিক নিয়ম মেনে ফোনে চারজ না দেন তখন ব্যাটারি থেকে পরিপূর্ণ চারজ ফোনের মাদারবোর্ড এ এরপর প্রসেসর এ যেতে পারে না এর কারণে ফোন তার পারফরম্যান্স হারিয়ে ফেলে স্লো হয়ে যায় যা মোটেও আশা করা যায় না।

মোবাইল চারজ এ লাগিয়ে মোবাইল ইউজ করলেও মোবাইল এর লাইফ কমে যায় কিভাবে? জানলে অবাক হবেন। আমরা সবাই যে বড় ভুল করি তা হলো মোবাইল চারজ এ প্লাগ করেই ব্যাবহার করি। এর কারণে আমাদের ব্যাটারি তে চারজ ঠিক মত পোউছাতে পারে না অপর দিকে শরট সারকিট এর কারণে ফোনের পাওয়ার আইসি বিস্ফোরণ হওয়ার মত দূরঘটনা ঘটার সম্ভাবনাও থেকে যায়।

ক্লিন মাস্টার মোবাইল এ্যাপ একটি পাওয়ার ফুল মোবাইল ক্লিনার এ্যাপ। এই এ্যাপ টী আপনার মোবাইল এর সকল অপ্রয়জনীয় ক্যাচে , ডুপ্লিকেট ফটো , অপ্রয়োজনীয় এ্যাপ ডাটা এক ক্লিক এই ক্লিয়ার কুরে ফেলে কিন্তু এই এ্যাপ এর এ সকল সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা ও আছে । অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করতে গিয়ে অনেক সময় এই এ্যাপস আপনার প্রয়জনীয় ডেটা ও ডীলিট করে ফেলে । তাই এই এ্যাপ টী ব্যাবহার করা সঠিক ভাবে না জানলে আপনি হয়তো নিজের প্রয়োজনীয় ডেটা গুলিই ডিলিট করে ফেলতে পারেন ।

গ্রিনিফাই এ্যাপ্স এমন একটি এ্যাপ যা আপনার মোবাইল এর অপ্রোজনীয় এ্যাপ গুলি কে হাইবার নেট করে রাখে। সাভাবিক ভাবে এ্যাপস গুলি যখন আমরা ব্যবহার করি তখন সেগুলি আমাদের মোবাইল এর প্রসেসর ব্যাবহার করে এবং ব্যাটারি ও ব্যবহার করে কিন্তু এমন কিছু এ্যাপস আছে যেগুলি ফোন এর স্ক্রিন অফ করে দিলেও ব্যাকগ্রাউন্ড এ চালু থাকে আর ব্যাটারি ব্যাবহার করতে থাকে এমন কি আপনি অন্য এ্যাপস ব্যাবহার করার সময় ও সেগুলি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে।

গ্রিনিফাই সেই এ্যাপস গুলি কে হাইবারনেট করে রাখে। যার ফলে এক দিকে আপনার ব্যাটারি সেইভ হয় অপর দিকে ফোনের স্পিড ও বাড়ে। তাই আপনার ফোনে এই এ্যাপ্স টি থাকলে আপনার ফোনের স্পিড অনেক আংশে বাড়বে।

নীচে কমেন্ট করে জানান এ সম্পরকে আপনার ধারণা কি এবং পরবর্তী লেখায় আপনি কোন টপিক সম্পরকে জানতে চান আজকের মত এখানেই শেস করছি ।

Leave a Reply

Your email address will not be published.