নেটফ্লিক্স নাম টা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুরো দুনিয়ার যত লেটেস্ট মুভি ওয়েব সিরিজ এর এক ঝলক। করোনা লকডাউনে সব মানুষ এর সব থেকে প্রিয় বন্ধু হয়তো ছিলো নেটফ্লিক্স। নেটফ্লিক্স এ মূলত আপনি পাবেন চলচ্চিত্র এবং ওয়েবসিরিজগুলি বিনোদনমূলক এবং চিন্তাভাবনামূলক আরোও অনেক শো। এত কিছুর মাঝেও, আমার মনকে করা সবচেয়ে ঘন ঘন প্রশ্ন হল নেটফ্লিক্স কীভাবে অর্থ উপার্জন করে? তো আজকে সেই বিষয় টি নিয়েই আলোচোনা করবো আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলচ্চিত্র এবং তাদের ওয়েবসিরিজ থেকে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা লাভ করে।
অনলাইন স্ট্রিমিং ব্যবসা
আজকের বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে মানুষ অনলাইন ভিডিও স্ট্রিমিং এর দিকেও বেশী ঝুকে পড়ছে । ঘরে টিভি থাকতেও ইন্টারনেট এ ভিডীও দেখার মজাই আলাদা এর কারণেই এটি সফল হয়েছে কারণ অনেকে এটি বিনোদন এবং এমনকি শিক্ষার জন্য খুব দরকারী বলে মনে করে । আজ, অসংখ্য সংস্থা, যেমন ডিজনি+, অ্যামাজন প্রাইম, এইচবিও ম্যাক্স এবং নেটফ্লিক্স, অনলাইন ভিডিও স্ট্রিমিং ব্যাবসায় প্রতিযোগিতা করছে। প্রত্যেকটি কম্পানি তাদের বিভিন্ন বৈশিষ্ট এর কারণে মানুষ কে এমন ভাবে আকর্ষণ করে যে প্রতিনিয়ত তাদের বাজারের শেয়ার বৃদ্ধি করে যাচ্ছে।
নেটফ্লিক্স এর স্পেশাল ফিচারস
বর্তমানে, ব্র্যান্ডটি ১৯০ টি দেশে তার প্ল্যাটফর্ম সাপোর্ট করে, যার প্রত্যেকটি তার স্থানীয় কালচার এর উপর ডিপেন্ড করে। তাদের গ্রাহকের অবস্থানের উপর নির্ভর করে তাদের অফারগুলি ও আলাদা আলাদা ভাগে বিভক্ত । নেটফ্লিক্স তাদের নিজেদের কম্পানির জন্যেও আলাদা সিনেমা, সিরিজ এবং ডকুমেন্টারি তৈরি করেছে যা তাদের দর্শকরা ব্যাপকভাবে গ্রহণ করেছে এবং এমনকি বিভিন্ন পুরস্কার প্রদানকারী সংস্থা থেকে বিভিন্ন প্রশংসাও জিতেছে।
নতুন ব্যবহারকারীদের জন্য, নেটফ্লিক্স পুরো এক মাসের জন্য বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দেয়। ব্যবহারকারীদের যদি নেটফ্লিক্স এর সারভিস পছন্দ হয় তাহলে পরবর্তী মাস থেকে তারা সাবস্ক্রিপশন ফ্রি প্রদান করে তাদের পছন্দের শো গুলো উপভোগ করে।
অনলাইন স্ট্রিমিং সেকশন এর প্রকারভেস
1. বেসিক প্ল্যান
এই বেসিক প্ল্যান এ আপনাকে এক সময়ে মাত্র একটা ডিভাইসে সিনেমা এবং শো স্ট্রিম এবং ডাউনলোড করতে দেবে । এই প্ল্যানে সাবস্ক্রাইব করতে খরচ হবে মাত্র $ 8.99 প্রতি মাসে।
2. স্ট্যান্ডার্ড প্ল্যান
এই প্ল্যানটি আপনাকে এইচডী বা হাই ডেফিনিশন কোয়ালিটি সহ একই সাথে দুটি ডিভাইসের শো স্ট্রিম এবং ডাউনলোড করতে দেবে । প্রতি মাসে $ 12.99 এই প্ল্যানের সাবস্ক্রিপশন চার্জ।
3. প্রিমিয়াম প্ল্যান
এই প্ল্যানটি আপনাকে এইচডী বা হাই ডেফিনিশন কোয়ালিটি সহ একই সময়ে চারটি ডিভাইসের জন্য এভেইলেবল , প্রিমিয়াম প্ল্যানে সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে $ 15.99 লাগে।
নেটফ্লিক্সের আয়
২০২০ সালের মার্চের হিসাব অনুযায়ী নেটফ্লিক্সের বাজার মূল্য অনুযায়ী ১3 বিলিয়ন ডলার মূল্য যা বাংলাদেশী টাকায় প্রায় ২০ হাজার কোটি টাকার অধিক । এটিই প্রমাণ করে যে নেটফ্লিক্স ক্রমাগত শেয়ার বাজারে তার জায়গা কতটা পাকা পক্ত ভাবে করে নিচ্ছে । প্রতিষ্ঠানটি তাদের সেবার মাধ্যমে বিভিন্ন উৎস থেকে তার সম্পদ তৈরি করেছে। অন্যান্য সকল অনলাইন স্টড়িমিং কম্পানি গুলোর থেকে নেটফ্লিক্স প্রায় ৩০ ভাগ এগিয়ে আছে তাদের কোয়ালিটি বিজনেস স্ট্র্যাটাজি এর মাধ্যমে।
নেটফ্লিক্সের এর সামাজিক প্রভাব
নেটফ্লিক্স বিশ্বকে এক বা অন্যভাবে প্রভাবিত করেছে। এটাই একমাত্র কম্পানি যেটা সম্পূর্ণ ভাবে ইন্টারনেট এর উপর নিরভর করে। যে একবার নেটফ্লিক্স এর কোনো ওয়েব সিরিজ এর এক টি পর্ব দেখে যে নিশ্চিত ভাবে পরবর্তী পর্ব দেখার জন্য উতলা হয়ে থাকে। কোলাহল পূর্ণ বাইরের সমাজের বাইরে গিয়ে কিছু করার চেয়ে বাড়িতে “নেটফ্লিক্স এবং চিল” পছন্দ করাকে কেউ অস্বীকার করতে পারে না। নেটফ্লিক্স তার গ্রাহকদের কে একটি সম্পূর্ণ নতুন মাত্রার এক বিনোদোন মাত্রা উপহার দিতে সক্ষম হয়েছিল।
নেটফ্লিক্সের মুনাফা চক্র থেকে আমরা যে প্রধান বিষয়গুলি শিখতে পারি তা হল এটি ডিজিটাল বাজারের উপর নির্ভর করে। তারাই তাদের শেয়ার বাজার কে প্রভাবিত করে কিভাবে কোম্পানি গুলো এবং গ্রাহক রা তাদের কন্টেন্ট এ সাড়া দেবে এটা তারা খুব ভালো করেই আয়ত্ত করে ফেলেছে।
তো এখন যেহেতু আপনি জানেন যে নেটফ্লিক্স আপ্ত্দনাকে মোবাইল বা কম্পিউটার এর সামনে বসিয়ে রেখেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, তাই আপনি এখন আপনার পছন্দের শো বা মুভি দেখার জন্য ফিরে যেতে পারেন সময় তো কম হলো না তাইনা।
নীচে কমেন্ট করে জানান নেটফ্লিক সম্পরকে আপনার ধারণা কি এবং পরবর্তী লেখায় আপনি কোন টপিক সম্পরকে জানতে চান আজকের মত এখানেই শেস করছি ।