Home / How To / পাঁচ কারণ এ লাগতে পারে ফোনে আগুন

পাঁচ কারণ এ লাগতে পারে ফোনে আগুন

মোবাইল এ আগুন লেগে বা ব্লাস্ট হওয়া এর ঘটনা হর হামেশাই আমরা ফেসবুক ও ইউটীউব এ দেখতে থাকি এর মাঝে কিছু সত্য কিছু ভুয়া কিন্তু মোবাইল ফোন ব্লাস্ট হুয়ার পিছনে কিছু কারণ আসলেই থাকে আজ সেগুলি নিয়েই আলোচনা করবো , চলুন শুরু করা যাক।

অনেক উঁচু থেকে পড়ে গিয়ে অথবা কোন ও কারণে ভিতর এর যন্ত্রাংশ ক্ষতি গ্রস্থ হলে ও দেখা যায় অনেক ফোন সচল থাকে। কিন্তু এক্ষেত্রে ওই মোবাইল এর ফাটা ডিস প্লে দিয়ে ভেতরে ঢুকে পড়তে পারে পানি কিংবা ঘাম । আর ওই রকম অবস্থায় চারজার এ ঢোকাতে গেলেই ঘটতে পারে বড় সড় আকার এর শর্ট সার্কিট । এ কারণে শুধু মোবাইল এই নয় আগুন ধরে যাওয়া সম্ভব আপনার বাড়ীতেও এটা খুবই স্বাভাবিক। তাই যদি আপনার ফোন দুমড়ে এবং মুচড়ে
ভেংগে যাওয়ার পরেও যদি সেটি চালু থাকে তাহলে তা ব্যবহার না করাই ভালো বলে মনে করি ।

ডুপ্লিকেট চার্জার ও ব্যাটারি

মোবাইল ফোন কম্পানি গুলি তাদের মোবাইল এর সাথে পারফেক্ট চারজার দিয়ে দেয় যেটা মোবাইল এর জন্য বেস্ট সারভিস দেবে কিন্তু মাঝে মাঝে সেই চারজার গুলো কোনো কারণ বশত নস্ট হয়ে গেলে আমরা বাজার থেকে নতুন চারজার কিনে আনি আর ভুল টা সেখানেই হয়। বাজার থেকে আমরা যেসব চারজার কিনে আনি সেটা ৯৫% ই হয় চায়না এর ডুপ্লিকেট কপি চারজার এর ফলে মোবাইল এর পাওয়ার এডাপ্টিং ক্যাপাসিটী এর কোনো ঠিক ঠিকানা এই চারজার এর মাঝে থাকে না। তাই হাই ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করার ফলে মোবাইল এর সারকিট বোর্ড বা মাদারবোরড জলে যায় যার ফল সরুপ মোবাইল ব্লাস্ট হয়ে যায় ।

হাই হিটিং

মোবাইল ফোন অতিরিক্ত গরম হওয়ার কারণেও এই সমস্যা হয়ে থাকে । মোবাইল ফোনের ভেতরে থাকা ব্যাটারী তে থাকা কারবন হাই হিট সইতে না পেরে অনেক সময় ব্লাস্ট হয়ে যায়। মোবাইল এক টানা অনেক ঘন্টা ধরে ব্যাবহার কিংবা রোদ্দুর এ রেখে দিয়ে কিংবা চায়না এর ডুপ্লিকেট কপি চারজার এর ফলে মোবাইল এর পাওয়ার এডাপ্টিং ক্যাপাসিটী এর কোনো ঠিক ঠিকানা এই চারজার এর মাঝে থাকে না। তাই হাই ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করার ফলে মোবাইল এর সারকিট বোর্ড বা মাদারবোরড জলে যায় যার ফল সরুপ মোবাইল ব্লাস্ট হয়ে যায় । এসব কারণে মোবাইল ওভার হিটীং এর দারা মোবাইল এর মাদার বোর্ড ও ব্যাটারি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।

অতিরিক্ত চার্জ

এই সমস্যা টা এখন আর হয় না বললেই চলে, আগের কালে মোবাইল এর চারজার যতক্ষন লাগানো থাক্তো ততক্ষন চারজ হতেই থাক্তো ফলে দেখা যেতো অতিরিক্ত চারজ দেয়ার কারণে ব্যাটারি ফুলে ঢোল হয়ে গিয়েছে। কিন্তু এখন কার মোবাইল কম্পানি মোবাইল এ এমন সিস্টেম দিয়েছে যে চারজ ফুল হয়ে গেলে আপনা আপনি চারজ নেয়া বন্ধ হয়ে যাবে,নয়তো সকালে উঠে দেখতে হবে শখের স্মারট ফোন টী ফুলে ফেপে কোল বালিশ হয়ে আছে।

নীচে কমেন্ট করে জানান এ সম্পরকে আপনার ধারণা কি এবং পরবর্তী লেখায় আপনি কোন টপিক সম্পরকে জানতে চান আজকের মত এখানেই শেস করছি ।

Leave a Reply

Your email address will not be published.